বদলে যাচ্ছে পদ্মাপারের জীবন

শামসুল মিয়ার বয়স প্রায় ৮০ বছর। মুন্সিগঞ্জের পদ্মাপারের মাওয়া চৌরাস্তা থেকে বাঁ দিকের সড়ক ধরে কুমারভোগের দিকে একটু এগোলেই তাঁর পৈতৃক বসতভিটা। এখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শামসুল মিয়ার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে তাঁর সঙ্গে কথা হচ্ছিল। বয়সের কারণে চোখে কিছুটা কম দেখেন তিনি। চা খেতে খেতে আলাপ জমে উঠল আমাদের। প্রশ্ন করলাম, ‘এই জীবনে কখনো ভেবেছিলেন পদ্মা নদীতে সেতু হবে?’ একটু জোরের সঙ্গেই জবাব দিলেন, ‘পদ্মার ওপর সেতু হবে, এটা কল্পনার বাইরে ছিল।’

এভাবেই পদ্মা সেতু শামসুল মিয়ার কল্পনাকে হার মানিয়েছে। তাঁর মতো ওই অঞ্চলের বয়োজ্যেষ্ঠদের কাছে পদ্মা সেতু যেন অবিশ্বাস্য স্বপ্নের নাম।

অন্যদিকে তরুণদের কাছে পদ্মা সেতু নিজের স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার নাম। দুপুরে কথা হলো দক্ষিণ মেদিনীমণ্ডলের তুহিন মোল্লার সঙ্গে। ২৩ বছর বয়সী তুহিন মোল্লা পেশায় স্যানিটারি মিস্ত্রি। তাঁর গল্পটা একটু ভিন্ন। ১০ বছর আগে যখন পদ্মা সেতুর কাজ শুরু হয়নি, তখন বাবার সঙ্গে পদ্মায় মাছ ধরতে যেতেন কিশোর তুহিন। সেতুর কাজ শুরুর পর বাপ-দাদার পেশায় থাকেননি। পদ্মা সেতুকে কেন্দ্র করে মাওয়া অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে। দালানকোঠা উঠতে থাকে। তাই স্যানিটারি মিস্ত্রির কাজ শেখেন। এখন রোজগারও বেশ ভালো।

তুহিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘সেতু চালু হলে ওপারের শিবচর, ভাঙা এলাকায় দালানকোঠা বানানো বাড়বে।’ তখন সেখানেও কাজ করার স্বপ্ন দেখেন তুহিন মোল্লা।

এভাবে পদ্মাপারের সন্তানদের আশা দেখাচ্ছে সেতু। পদ্মা সেতু বদলে দিচ্ছে এই অঞ্চলের মানুষের জীবন। জীবনে লাগছে আধুনিকতার ছোঁয়া।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং