সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে সবার জন্য নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা বলেন, ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরিতে নির্দিষ্ট সময় পরপর জরিপ কাজ পরিচালিত হয়। এসব জরিপের কারণে দেশের আইন অঙ্গনে অধিকাংশ মামলা-মোকদ্দমা চলছে। কারণ এ জরিপে মালিকানার স্বত্বলিপি হাতে লেখা হত। ভূমি মন্ত্রণালয় কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি পদ্ধতিতে ভূমি জরিপ কাজ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা দেশের ভূমি খাতে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার অধিদপ্তরের জনবল বৃদ্ধি, স্বাভাবিক পদোন্নতি ও জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংস্থানসহ কোন সমস্যাই সমাধান করেনি।

তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে শূন্যপদ পূরণ, নিয়মিত পদোন্নতি, আবাসন সুবিধাদান ও আধুনিক জরিপ কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণসহ সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

পরিষদের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি সুরতুজ্জামান ও নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন বক্তব্য দেন।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী নিহত

চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার