“লুটপাট তন্ত্র, গণতন্ত্রহীনতা ফ্যাসিবাদি স্বৈরাচার নিপাত যাক,ডিজিটাল অাইন বাতিল কর” এই ধরনের স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি ০৬মার্চ সকাল ১১.০০ থেকে জেলা শহরের শহীদ স্মৃতি স্তম্ভে জেলা কমিটির সভাপতি অধ্যাপক অাবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদকমণ্ডলী সদস্য মো. নজরুল ইসলামের সঞ্চালনায় লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন সিপিবি ৭৩ তম জন্মদিনে উদ্ভোদনী বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড অাজাহারুল ইসলাম অারজু।
অারো বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার,কমরেড অাব্দুল মান্নান, কমরেড দুলাল বিশ্বাস, কমরেড সংকর প্রসাদ ভৌমিক, কমরেড নাসির উদ্দিন, কমরেড অারশেদ অালী মাস্টার, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারন সম্পাদক মো
রাসেল হোসেন প্রমুখ। বক্তারা চলমান সময়ে অাইসিটি অাইনের ফাঁদে পরে লেখক মুস্তাকের পুলিশী হেফাজতে হত্যার বিচারের দাবি করেন এবং দাবির মিছিল থকে ছাত্র ইউনিয়ন কর্মীসহ বাম গণতান্ত্রিক নেতাদের মুক্তির দাবি করেন। স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে মুক্তিকামী জনতাকে লাল পতাকাতলে সামিল হওয়ার অাহবান করেন।
নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি।