চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের সুনাম ধন্য তালুকদার পরিবারের ১৯৯৫সালের ১৫মার্চ প্রখ্যাত আলেমেধীন হযরতুল আল্লামা সিরাজুল আলম (রহঃ) এর পরিবারে জন্ম গ্রহণ করেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সিরাজী। তাহার নানা প্রখ্যাত মুফতি, গহিরা আলীয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস মুফতি আবুল মুহছীন শামছী (রহঃ), তাঁহার বংশ আরবের কোরাইশ বংশের সাথে সম্পৃক্ত। ১৫ই মার্চ তাহার ২৬ বছর পূর্ণ হয়েছে।
জন্মদিন উপলক্ষে ১৫মার্চ ২০২১ইং ছিল নানা আয়োজন। কেক কাটা, পুষ্পক অর্পন ও রাতের ডিনার।
মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সিরাজীর জন্মদিন উপলক্ষে খোজরোজ শরীফে উদযাপনে শরীক/উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জাম’আত বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক শাহজাদা মোকতার, বাংলাদেশ ইসলামী যুবসেনা হাটহাজারী পৌরসভার শাখার সভাপতি ছগির আহমদ , ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার যুবসেনা হাটহাজারী পৌর শাখার অর্থ সম্পাদক নাছির উদ্দিন রুবেল, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদুল আলম, ইসলাম ছাত্রসেনা হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মো: মহিন উদ্দিন, ছাত্রসেনা হাটহাজারী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর, ছাত্রসেনা ভূজপুর থানা শাখার সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন, ইমাম শেরে বাংলা (রহঃ) এর একনিষ্ঠ খাদেম ও পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মো: আব্দুল্লাহ, যুবসেনার পৌরসভার শাখার সদস্য আলী আজম। গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌর শাখার দপ্তর সম্পাদক ও যুবসেনার সিনিয়র সদস্য সুমন আলী, ছাত্রসেনা হাটহাজারী পৌরসভা শাখার সাবেক সদস্য মো: জনি, গাউছিয়া কমিটি রাউজান উপজেলা শাখার একনিষ্ট কর্মী মো: আনোয়ার হোসেন, গাউছিয়া কমিটি হাটহাজারী পৌর সভা শাখার একনিষ্ঠ কর্মী মো: ফারুক। ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩নং শাখার সভাপতি কুতুব উদ্দিন জিসার প্রমূখ।
তিনি বর্তমানে নাঙ্গলমোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক হিসাবে আছেন। দৈনিক হালদা” এর প্রকাশক তিনি। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ঈদগাহ স্কুল সংলগ্ন শাখার এজেন্ট/পরিচালক, সরকারী মিডিয়া তালিকাভূক্ত- ”দৈনিক বায়জিদ” এর দীর্ঘ সময় হাটহাজারী উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। বর্তমানে বিশেষ প্রতিনিধি হিসাবে আছেন। ২০১২সালে তিনি নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে দাখিল, ২০১৪সালে আলিম ও ২০১৭ সালে বিএ(ডিগ্রী) ফাস্ট ক্লাস পাশ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে ফাস্ট ক্লাসে অনার্স শেষ করেছেন। এশিয়ার বিখ্যাত বাংলার আজহার নামে খ্যাত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফিকহ বিভাগে ১ম বর্ষ ফাস্ট ক্লাস অর্জন করেন ২য় বর্ষে অধ্যায়ন করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী উপজেলা উত্তরের সহ-সাধারণ সম্পাদক ও মানবতার শেষ ঠিকানা গাউসিয়া কমিটি নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে “বাংলাদেশ ইসলামী মানবাধিকার পরিষদ”নামে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা তিনি মানবতার কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে তিনি ইসলামী মানবাধিকার পরিষদের পক্ষে থেকে রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা, ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন জেলায় মানবিক সহায়তা দিয়েছেন। দেশের সর্বস্থরের মানুষের কাছে তিনি ২৭তম জন্মদিনে দোয়া কামনা করেন।