যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন অনুষ্ঠানের অায়োজন করা হয়।
দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯ টায় জাতির জনক এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯.৩০ এ সহকারি শিক্ষক ফিরোজা অাক্তার এর সঞ্চালনায়
আলোচনার শুরুতে পবিত্র কোরান তেলওয়াত ও গীতা পাঠ করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ অালমগীর চৌধুরী।
আলোচনা সভার শুরুতে অধ্যক্ষ মহোদয় জাতির জনক এর জন্মদিনের কেক কেটে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর সূচনা করেন।
তিনি বলেন জাতির জনকের জীবনি অনুসরন করে অামাদের সকলকে তাঁর থেকে শিক্ষা নেয়া উচিত।তাঁর অবদান জাতি কোনদিনও শোধ করতে পারবে না। তিনি অারো বলেন জাতির জনক মানুষকে বিশ্বাস করতেন এবং কখনো মিথ্যার অাশ্রয় নিতেন না কিন্তু সমাজে এখন এসব বিরল।আমাদের প্রত্যেকর উচিত জাতির জনকের বই অসমাপ্ত আত্মজীবনী পড়া।এছাড়া শিশুদের প্রতি তিনি বলেন তারা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক ইন্দ্রজিৎ কুমার রায়,খায়েরউল্ল্যা সিদ্দিকী, মোহাম্মদ মুজিবুর রহমান, ফারজানা অাকতারী ও সাবিহা সুলতানা। এছাড়া সহকারী শিক্ষক বিপ্লব অাচার্য বক্তব্য রাখেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত তাঁর পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিপ্লব আচার্য,খুলশি, চট্টগ্রাম।