সুনামগঞ্জের নয়াগাঁওের সাম্প্রদায়িক হামলার মূল হোতাদের বিচার ও শাস্তির দাবি

“সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ কর,অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক চর্চা বেগবান কর” বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার ধারক ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির অায়োজনে অাজ মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১১.০০-১২.৩০ মি. পর্যন্ত সম্প্রতি দেশের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সংগঠনের জেলা কমিটির সভাপতি এ্যাড. দিপক কুমার ঘোষ এর সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক অধ্যাপক অামিনুল ইসলাম কোহিনূর, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি এ্যাড. অসিম কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক অাশুতোষ সরকার, উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মামুন, জাতীয় হিন্দু মহাজোট এর জেলা শাখার সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা, মহিলা অাওয়ামীলীগ জেলা সাধারন সম্পাদক নারীনেত্রী শ্রীমতী লক্ষী চ্যাটার্জী, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাংগঠনিক সম্পাদক বিমল রায়, সমাজ সেবক ইকবাল খান, মহিলা পরিষদ নেত্রী প্রভাষক নাজমুন নাহার নাজ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, সমাজ সেবক তাপস কর্মকার, ছাত্র ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক মো. রাসেল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন সুনামগঞ্জের শাল্লায় হেফাজতের মাওলানা মামুনুল হকের সমর্থকগোষ্ঠী ভূয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলা করেছে।সরকার ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে। ঘটনায় যুবলীগের নেতৃত্ব জরিত।যেটি খুবই দুঃখজনক ঘটনা। সরকার একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে অন্যদিকে জামাতের বীপরীতে হেফাজতে তোষন করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ ও চরম অাঘাত করছে যেটি দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে অামরা মানতে পারি না। প্রশাসন মুখাপেক্ষী জনবিচ্ছিন্ন সরকার মোল্লাতন্ত্রের কাছে মাথানত করে হেফাজতের ফরমূলায় চলতে চায়। যেটি অামরা কোনভাবেই মানতে পারি না। অামাদের দাবি ১৯৭২ সালের সংবিধান চালু কর, সংখ্যালঘু সুরক্ষা অাইন কর,ডিজিটাল নিরাপত্তা অাইন বাতিল কর, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অাধুনিক ও মূলধারায় প্রবেশ কর। সাম্প্রদায়িক উস্কানীমূলক ওয়াজ মাহফিল বন্ধ কর।সাংস্কৃতিক জাগরণে জনসাধারণকে সোচ্চার কর।

মোঃ নজরুল ইসলাম,  মানিকগঞ্জ।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং