বিশ্ব বর্ণবাদ বিলোপ দিবসে জাতি ও ধর্মগত বৈষম্য নিরসনের ডাক

“জাতি ও ধর্মগত বৈষম্য বিলোপ কর, নারীবান্ধব বহুত্ববাদী সমাজ গড়” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগীতায় মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের বকচর মুনিঋষিপাড়া ও মানিকগঞ্জ পৌরসভাধীন শহরস্থ লঞ্চঘাট এলাকায় অান্তর্জাতিক বর্ণবাদ বিলোপ দিবসে হরিজন রবিদাস মুনিঋষি ও জেলে সম্প্রদায়ের প্রান্তিক পর্যায়ের নারীদের সাথে গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বের অনুষ্ঠানে বকচর নারী উন্নয়ন সমিতির সভাপতি মালা রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব অানোয়ারা খাতুন।অারো বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. অাবুল হাসেম,বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, সহায়ক ছিলেন বারসিক প্রকল্প সহায়ক রিনা অাক্তার ও সেচ্ছাসেবক লিজা অাক্তার প্রমুখ।
২য় পর্বে পশ্চিম দাশরা (সাবেক লঞ্চঘাট) মুনিঋষি পাড়া নারী উন্নয়ন সমিতির অায়োজনে তৃতীয় লিঙ্গের নেত্রী অালোমতি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাড. দিপক কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক অাশুতোষ রায়,খ্রিস্টান নেতা এডওয়ার্ড জামান,নারীনেত্রী জাহানারা বেগম, অাইন ও শালিশ কেন্দ্র অাশকের সাধারণ সম্পাদক সুবাহান মৃধা বারসিক অাঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত,গাজী শাহাদত হোসেন বাদল, সহায়ক বারসিক মাঠকর্মী ঋতু রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন- সারা দুনিয়ায়তেই জাতিগত ধর্মগত,বণগত নিপিড়ন নির্যাতন চলছে।তার সাথে পাল্লা দিয়ে চলে সাম্প্রদায়িক দাঙ্গা,নারী নির্যাতনসহ সামাজিক সহিংসতা। অাধুনিক বিশ্বায়নের যুগে অন্ধকার যুগের এই বর্বরতা মেনে নেয়া যায় না। সরকার পশ্চাৎপদ এই শ্রেণীকে বৈশ্বিক ও দেশের চলমান উন্নয়নের মূলধারার তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে বেসরকারি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের ঐকান্তিক সহযোগিতা কাজ করছে নিরলসভাবে। সরকারের এই চলমান উন্নয়নের ন্যায্য হিস্যা অামাদের বুঝে নিতে হলে চেতনার অন্ধকার দূর করে সকল প্রকার বণভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রচারমূলক অান্দোলনের বিকল্প নেই।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং