উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মদুনা ঘাট থেকে কালুরঘাট হালদার মুখ পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
রবিবার দুপুর থেকে ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালগুলো জব্দ করা হয। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। হালদা নদীতে ডিম ছাড়ার আসন্ন মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘আগামী এপ্রিল থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হবে। মা মাছ ডিম ছাড়তে হালদা নদীতে আসা শুরু করবে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারিদের কাছে ঘেরা জাল খুব কার্যকরি অস্ত্র। তাই মা মাছ নিধন বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।