আফগানিস্তানে আততায়ীর গুলিতে নারী সাংবাদিক নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। দেশজুড়ে চলা গুপ্তহত্যার সর্বশেষ শিকার এই সাংবাদিক।
মালালা মাইওয়ান্দ নামের এই সাংবাদিক ও তাঁর গাড়িচালক মোহাম্মদ তাহির আজ বৃহস্পতিবার জালালাবাদে যাওয়ার পথে গাড়িতেই গুলিবিদ্ধ হন। মালালা এনিকাস টিভি অ্যান্ড রেডিওর সাংবাদিক ছিলেন।
এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।
আফগানিস্তানে সম্প্রতি একের পর এক টার্গেট করে হত্যার ঘটনা ঘটছে। এ ধরনের সুপরিকল্পিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও ইউরোপীয় ইউনিয়ন বিবৃতিও দিয়েছে। তাদের বিবৃতির পরই মালালা খুন হলেন।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানায়, আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়েছে। মালালা একজন নাগরিক অধিকারকর্মীও ছিলেন। তিনি দেশের নারী সাংবাদিকদের প্রতিবন্ধকতা নিয়েও কথা বলতেন।
রয়টার্সের খবরে বলা হয়, তাঁর মা–ও একজন অধিকারকর্মী ছিলেন। পাঁচ বছর আগে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন তিনি। আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাষ্ট্রদূত এলিসন ব্লেক আজকের এ হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছেন। তিনি এক বিবৃতিতে লিখেছেন, ‘আমরা এ ঘটনায় গভীর শোক ও নিন্দা জানাচ্ছি।’

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং