মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সাংস্কৃতিক জাগরণে মেতে উঠুক বহুত্ববাদী নারীবান্ধব বহুত্ববাদী সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের বিনোদপুর নয়াপাড়া নবীন যুব সংঘের অায়োজনে বারসিক ও সামাজিক ব্যাক্তিবর্গের সহযোগিতায় অাজ বিকেল ৪ ঘটিকা থেকে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত বিনোদপুর নয়াপাড়া মাঠ প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী ও জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং সংগঠনের প্রতিষ্ঠা দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধায় গ্রামীণ লোকায়ত খেলাধুলা, অাবৃত্তি, গান ও নাটক রাজিউদ্দিন সজল পরিচালিত ‘করোনাকালীন নারী সমাজ’ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ ও অালোচনা সভায় সংগঠনের সভাপতি হাফিজ উদ্দিন সবুজ এর সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক মো. সামাদ হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক হারিজ উদ্দিন সেপুর সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার মেয়র অাবু নঈম মো. বাশার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সায়েদুল ইসলাম, সাবেক কাউন্সিলর জনাব মোকলেছুর রহমান, বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা জনাব মো. অামিনুল ইসলাম, মো. মানিক মিয়া,মো. জাহাঙ্গীর অালম,বারসিক কর্মকর্তা শাহিনুর রহমান ও রিনা অাক্তার প্রমুখ।
বক্তারা বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরে অামরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এক অন্যন্য অর্জন হলেও অামরা মানবিক ও ন্যাযতার সমাজ গঠনের কাজে অগ্রগতি হতাশাজনক। চেতনার অন্ধকার দূর করতেই অাজকের অায়োজন।প্রত্যেক গ্রামে গ্রামে তরুন প্রজন্নকে নৈতিক শিক্ষা, খেলাধুলা গান নাটকসহ সাংস্কৃতিক জাগরণে উজ্জীবিত করতে পারলেই অামরা একটি নারীবান্ধব বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ বিনির্মানের পথে বহুদূরে অগ্রসর হইতে পারবো। অাসুন বিজ্ঞান মনস্কামনা ও সাংস্কৃতিক চর্চায় ঐক্যবদ্ধ হই।