বাঙালি জাতির জীবনে আজ একটি বিশেষ দিন। ১৯৭১ সালের আজকের দিনে শুরু হয় আমাদের মাতৃভূমির স্বাধীনতার সংগ্রাম। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে।
মহান স্বাধীনতা দিবসে আমি শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতিও জানাই গভীর সমবেদনা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র ব্যবস্থাপনায় আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর’র সহ-সভাপতি মাওলানা হাফেজ ইদ্রিস আল-ক্বাদেরী।
বাংলাদেশ ইসলামী ছাত্রােনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জহির উদ্দীন ও সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দীনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল কবির রিজভী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ৩৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউর রহমান, যুবসেনা বন্দর থানার আহবায়ক মাওলানা মুহাম্মদ গোলাম হোসাইন আল-ক্বাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার দপ্তর সম্পাদক মুহাম্মদ গোলাম তাহের প্রমূখ।