নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং বিদেশ ফেরত অভিবাসিদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং পতেঙ্গা উপজেলার স্বেচ্ছাসেবকদের নিয়ে চট্টগ্রাম বিএলসিতে দুইদিন ব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রথমে প্রশিক্ষণেন সূচনা পর্ব এবং উদ্ধোধন করা হয়, এরপরে ব্র্যাক, মাইগ্রেশন প্রোগ্রাম এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের কারণ ও ধরণ এবং অভিবাসনের ঝুঁকি ও ঝুঁকি উত্তরণের উপায়, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া এবং রিইন্টিগ্রেশন প্রক্রিয়া, প্রকল্প ও প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা, প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের নির্ধারিত কার্যক্রম, কার্যকর রেফারাল ও লিংকেজ, যোগাযোগ ও যোগাযোগের উপকরণ ব্যবহার বিতরণ ও সংরক্ষণের উপায়।স্বেচ্ছাসেবা ও প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে আলোচনা এবং কর্ম পরিকল্পনা নির্ধারণ নিয়ে দুইদিন ব্যাপী হাতে কলমে এবং পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রত্যেকটা বিষয়ে হাতে-কলমে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রশিক্ষণের ট্রেনার হিসাবে ছিলেন নোবেল দাশ ফিল্ড অর্গানাইজার এবং ট্রেনিং কো-অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবু বক্কার লিটন, ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর, মাইগ্রেশন প্রোগ্রাম, চট্টগ্রাম। প্রশিক্ষণ শেষে সকল স্বেচ্ছাসেবকদের মাঝে একটি করে ব্যাগ প্রদান করা হয় মাইগ্রেশন প্রোগ্রাম এর পক্ষ থেকে এবং প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।