নারী নির্যাতন হত্যা, খুন,ধর্ষণসহ সামাজিক সহিংসতা বন্ধ কর,নারীবান্ধব সমাজ গড়ো” সম্প্রতি দেশের টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদোয়ানা ইসলামের নির্মম হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের শহীদ স্মৃতিস্তম্ভে জেলা শিল্পকলা একাডেমির অায়োজনে বিকেল ৪.০০ ঘটিকা থেকে ৫.০০ ঘটিকা পর্যন্ত এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার জনাব সেলিনা সাইয়েদা সুলতানা অাক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জজ কোটের বিজ্ঞ অাইনজীবি ও জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ,অারো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. রোমেজা অাক্তার মাহিন,মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাবু গৌরাঙ্গ কুমার সরকার, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিককর্মী মো. অাওলাদ হোসেন, বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন- অামরা খবরের কাগজ ও টিভির পর্দায় চোখ রাখলেই প্রতিনিয়ত নারী নির্যাতন হত্য,খুন,ধর্ষণ, যৌন হয়রানি, যৌতুকসহ নানামুখী সামাজিক সহিংসতা দেখতে পাচ্ছি।এগুলো রুখতে সরকারি অাইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক কাউন্সিলিং,সামাজিক ও সাংস্কৃতিক প্রচারণা জোরদার করতে হবে। সমাজের উচ্চস্তরেই যদি এমন ঘটনা রুখতে না পারি তাহলে খবরের বাইরে থাকা প্রান্তিক পর্যায়ের নারী সমাজের কি হবে? রেদোয়ানের স্বামীসহ পরিবারেরও যেই দোষী হোক কাউকেই ছার দেয়া যাবে না।অামাদের পুরুষতান্ত্রিক কুলাঙ্গার বিকৃতি মানষিকতা থেকে বেরিয়ে অাসতে ঘরে বাইরে লড়াই সংগ্রাম অারো জোরদার করতে হবে। তবেই সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ও নারীবান্ধব সমাজ বিনির্মানের পথ সুগম হবে।