করোনার উচ্চ সংক্রমণে সুন্নি মহাসমাবেশ চট্টগ্রাম বিভাগীয় সুন্নি মহা-সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেন আহলে সুন্নাত ওয়াল জাম’আত এর কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
৮ এপ্রিল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ১০ এপ্রিল উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেন এই সময়।
আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সুন্নী মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সভা আজ ৩১ মার্চ বুধবার চেরাগি পাহাড়স্থ দলীয় কার্যালয়ে শাইখুল হাদীছ আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির সদস্য সচিব আল্লামা শাহ নুর মুহাম্মদ আল কাদেরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, আল্লামা এম এ মান্নান, আল্লামা এম এ মতিন, অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নেজামী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। উপস্থিত ছিলেন- অধ্যক্ষ ওবাইদুল মুস্তফা কদমরসুলী, এডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী, মাওলানা আব্দুন নবী আল কাদেরী, মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী, মাওলানা ইয়াছিন হায়দরী, মাওলানা করিম উদ্দীন নুরী,মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা সোহাইল উদ্দীন আনসারি, মাও. নুরুল্লাহ রায়হান খান, রেজাউল করিম, জহির উদ্দীন প্রমূখ। সভাপতির বক্তব্যে শাইখুল হাদীছ আল্লামা হাফেজ সোলাইমান আনসারী বলেন- করোনোর প্রকোপ ক্রমশ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্যসহ সার্বিক দিক বিবেচনা করে এবং সরকারী নির্দেশনাকে সম্মান করে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বিভাগীয় সুন্নী মহাসমাবেশের তারিখ সাময়িকভাবে স্থগিত করা হল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধাজনক সময়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদীছ আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী বলেন- স্বাধীনতার সপক্ষ শক্তি সুফিবাদী জনতা দেশে সংখ্যাগরিষ্ঠ হলেও অধিকারের ক্ষেত্রে তারা আজও চরম অবহেলিত। রাষ্ট্রীয়- ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেয়ার ক্ষেত্রে ওলামায়ে আহলে সুন্নাত আজ উপেক্ষিত। এসবের প্রতিবাদ ও সুন্নী জনতার অধিকার আদায়ের দাবিতে আগামী ১০ এপ্রিল মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাকালে পরিবর্তিত পরিস্থিতিতে এ সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে, আগামী ৮ এপ্রিল মহাসমাবেশের দাবিগুলোকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবে সুন্নী জনতা। উপরোক্ত দাবিকে সামনে রেখে এবং আসন্ন রমজানুল মোবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১০ এপ্রিল উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে মানববন্ধন কর্মসূচি। সভায় বক্তারা আরো বলেন- বিগত সময়ে হেফাজতী জঙ্গীদের দেশবিরোধী কর্মকান্ডের বিচার না করার ফলে তারা ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে ওঠছে। পূর্বে হেফাজতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করায় শহীদ সাইফুলসহ অসংখ্য আহলে সুন্নাত কর্মী হতাহত হয়েছিল। এসব জঙ্গীবাদী কর্মকান্ডের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সোচ্চার প্রতিবাদ করে আসছে আহলে সুন্নাত। তাদের এ বিশৃঙ্খল কর্মকান্ড নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার ও প্রশাসন। নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিলেও স্বাধীনতা দিবসসহ পরবর্তী কয়েকদিনে দাবি আদায়ের নামে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি ও রাষ্ট্রীয় সম্পদে অগ্নি সংযোগসহ ব্যাপক ধ্বংসাত্মক কর্মকান্ড করেছে এ উগ্রবাদী সংগঠনের কর্মীরা। যা ইসলাম কখনো সমর্থন করে না। এ সংগঠনের উগ্রতা ও ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদ জানাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ। পরে ঘোষিত নতুন কর্মসূচির সফলতা কামনা করে মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।