চট্টগ্রাম জেলার পটিয়া এবং আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবকদের নিয়ে ৩০ মার্চ ২১ থেকে ৩১ মার্চ ২০২১ ইংরেজি তারিখ পর্যন্ত দুই দিনব্যাপী নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ও রয়েল ড্যানিশ অ্যাম্বাসির অর্থায়নে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণে উদ্দেশ্য
অংশগ্রহণকারীগণকে রিইন্টিগ্রেশন ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সামাজিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়নে ধারণা প্রদান; যাতে তারা নিজেদের এবং অন্যদের সচেতন করার মাধ্যমে বিদেশ ফেরত অভিবাসীদের সেবা প্রদানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। প্রথমে প্রশিক্ষণেন সূচনা পর্ব এবং উদ্ধোধন করা হয়, এরপরে ব্র্যাক, মাইগ্রেশন প্রোগ্রাম এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের কারণ ও ধরণ এবং অভিবাসনের ঝুঁকি ও ঝুঁকি উত্তরণের উপায়, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া এবং রিইন্টিগ্রেশন প্রক্রিয়া, প্রকল্প ও প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা, প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের নির্ধারিত কার্যক্রম, কার্যকর রেফারাল ও লিংকেজ, যোগাযোগ ও যোগাযোগের উপকরণ ব্যবহার বিতরণ ও সংরক্ষণের উপায়।স্বেচ্ছাসেবা ও প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে আলোচনা এবং কর্ম পরিকল্পনা নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণটি প্রধানত অংশগ্রহণকারী কেন্দ্রীক ও অংশগ্রহণমূলক পদ্ধতি অনুসরণে পরিচালিত হয়েছে। অংশগ্রহণকে সুনিশ্চিত করার লক্ষ্যে কৌশল হিসেবে অংশগ্রহণমূলক আলোচনা/ দলীয় অনুশীলন, রোল-প্লে, ভিডিও প্রদর্শন, স্লাইড প্রদর্শন, ও উপস্থাপন ইত্যাদি অনুসরণ করা হয়েছে। প্রশিক্ষণের ট্রেইনার হিসাবে ছিলেন নোবেল দাশ ফিল্ড অর্গানাইজার,আনোয়ারা। ট্রেনিং কো-অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবু বক্কার লিটন, ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর, মাইগ্রেশন প্রোগ্রাম, চট্টগ্রাম। প্রশিক্ষণ শেষে সকল স্বেচ্ছাসেবকদের মাঝে একটি করে ব্যাগ প্রদান করা হয় মাইগ্রেশন প্রোগ্রাম এর পক্ষ থেকে এবং প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।