করোনাকে পূজি করে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি দ্বিগুণ-তিনগুণ; মানছেনা সরকারের নির্ধারিত নীতিমালা

নতুন করে করোনার কারণে পুনরায় গণপরিবহনে নীতিমালার জন্য ধন্যবাদ জানাচ্ছি সরকারের সংশ্লিষ্ট সকলকে। কিন্তু একটি দুঃখ জনক ঘটনা হচ্ছে গাড়িতে যে নীতিমালা সরকার প্রদান করেছে তা শুধু মানছেইনা বরং হাতিয়ে নিচ্ছে দ্বিগুণ, অনেক গাড়ি ৩গুণ বৃদ্ধি নিচ্ছে। 

চট্টগ্রাম মুরাদপুর থেকে একটি মাহিন্দ্রা গাড়িতে উঠলাম। কতটুকু যাওয়ার পর বললঃ গাড়ি ভাড়া ডাবল। তখন বললাম- সরকার তো ৬০% ভাড়া নিগড়ে বলেছে! উত্তরে বলে ডাবল ভাড়া দিলে চলেন, না হয় গাড়ি থেকে নামেন।
★যুক্তি দেখাচ্ছে-১২জনের জায়গাতে ৬জন নিয়ে যেতে হচ্ছে যাত্রী। কিন্তু দেখলাম সিট আছে ৯টা। ভাড়া যদি ৮/- হয় তাহলে ৯×৮=৭২/- টাকা। যদি ৬জন ৬০% বৃদ্ধিতে হয় তাহলে= ৮+৪.৮০/-=১২.৮০। যদি সরকারের অনুযায়ী ৬০% এ ৬জন হয় তাহলে ৭৬.৮০/-টাকা পাচ্ছে। তাহলে আগের তুলনায় বেশি পাচ্ছে ৭৬.৮০-৭২=৪.৮০/-টাকা।
★তাহলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা ৪.৮০/-টাকা বেশি পাওয়ার পরও তারা অমান্য করে যাচ্ছে। আবার সরকারের করোনার দোহাই দিয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছে।
★এইবার হিসাবে আসি- দ্বিগুণ ভাড়া বৃদ্ধিতে জোড়পূর্বক চালকরা পাচ্ছে ৬×১৫=৯০/-টাকা।

*এই তো গেল মাহিন্দ্রার হিসাব।
★এইবার আসি বাসের হিসাবঃ
*হাটহাজারী থেকে নিউমার্কেট বাস-
৩০/- এর স্থলে সরকারের করোনার কারণে ঘোষিত ৬০%বৃদ্ধি কিছু ক্ষেত্রে মানছে। কিন্তু দেখা যাচ্ছে ড্রাইভারের সাথে থাকা লেগে লেগে বসে থাকা মানুষ গুলো সিট কি একটাই? তাদের থেকে ঠিক একই ভাবে ৬০%বৃদ্ধি ভাড়া নিলেও কিন্তু আড়াআড়ি করে ড্রাইভার এর সাথে বসানো হচ্ছে করোনা কি সেখানে নাই? সাম্প্রতি দেখা যাচ্ছে কোন যাত্রী অর্ধেকে নেমে গেলে আবারও লোকেশান দেখিয়ে নিচ্ছে যাত্রী। এই তো গেল স্বাভাবিক নিয়ন্ত্রিত বাস।
★সিএনজি কে বললাম ভাই যাবেন( মুরাদপুর থেকে) আন্দরকিল্লা? উত্তরের বলল ভাই ২০০/- ভাই এত কেন? বলল- এখন করোনার সমস্যা, বললাম কি সমস্যা? সরকার ৬০%বৃদ্ধি করছে।
★আমি বললাম – তো? ভাড়া কি আপনাদের জন্য বৃদ্ধি করেছে নাকি গণ পরিবহন? ৮০-১০০টাকার ভাড়া ২০০কেমনে বলেন? বলল- ভাই গেলে ১৫০/-দিতে হবে। বললাম- কম টাকা যাবেন না সেটা বলেন কিন্তু না জেনে অহেতুক কেন ভাড়া বৃদ্ধির কথা বলেন।

বিঃদ্রঃ কারো বিরুদ্ধে বলার জন্য নয়, বরং আমি ৩টি নিজের চোখে দেখা উদাহার দিলাম সরকারের দৃষ্টির জন্য।
★ভয়াবহ পরিণতির মত চলছে গাড়ি ভাড়া বৃদ্ধি। অনিয়মের ছড়ি গেছে সাধারণ পরিবহন। অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছে নগরীর শতশত বাস। নিজের প্রয়োজন হইনি তাই লোকাল গাড়ি উঠিনি। কিন্তু চলার পথে দেখেছি নানা অনিয়ম। সরকারের কঠোর নজদারী প্রয়োজন। কারণ অসহায়, গরীব মানুষের জন্য, অল্প বেতনে চাকরীজীবিদের জন্য, ক্ষুুদ্র ব্যবসায়ীদের বিশাল ক্ষতি।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং