মধ্যম নাঙ্গলমোড়া রুহুল আমিন সুজনের মাতার দাফনে নাঙ্গলমোড়া গাউছিয়া কমিটি

১০ এপ্রিল ২০২১ইং রোজ-শনিবার হাটহাজারী উপজেলার  মধ্যম নাঙ্গলমোড়া রুহুল আমিন সুজনের মাতার দাফনের কাজ “দুপুর ২ঃ০০ঘটিকা নাঙ্গলমোড়া মাদ্রাসা মাঠে জানাজার পর” সম্পন্ন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখার কাফন-দাফন কমিটি।

জানাজা পড়ান- চট্টগ্রাম ষোল শহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরতুল আল্লামা হাফেজ সোলাইমান আনচারী ( মাঃজিঃআঃ)।

বিঃদ্রঃ গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় চন্দগাঁও থানা কমিটি গোসল সম্পন্ন করেন। গাউছিয়া কমিটির এম্বুলেন্সের মাধ্যমে নাঙ্গলমোড়াতে লাশ প্রেরণ করেন। নাঙ্গলমোড়া ইউনিয়ন গাউছিয়া কমিটির কাফন-দাফন কমিটি দাফনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

দাফনে সহযোগী ছিলেনঃ
হাঃমোঃ হেলাল (৭নং ওয়ার্ড)
মৌলানা মোঃ হোসাইন (মধ্য নাঙ্গলমোড়া)
মোহাম্মদ সাজ্জাদ হোসাইন (সার্বিক পর্যবেক্ষণ ও সহযোগীতায়)ছিলেন(৭নং ওয়ার্ড)।
এম.এ কাওছার (১নং ওয়ার্ড)
মোঃ নুরুল ইসলাম (৩নং ওয়ার্ড)
আব্দুল্লাহ আল কাইয়ুম (৩নং ওয়ার্ড)

উল্লেখ যে, ২০১৯সালে করোনা ভাইরাস চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়লে ২০২০সালের ফেব্রুয়ারি-মার্চের সময় আলহাজ্ব মৌলানা মোঃ আলমগীর এর আহবায়কত্বে ইউনিয়ন গাউছিয়া কমিটি এর তত্বাবধানে মৃত ব্যক্তির গোসল-কাফন-দাফন কমিটি গঠণ করা হয়। এই পর্যন্ত সরাসরি ও সহযোগিতার মাধ্যমে ৫জন ব্যক্তিকে কাফন-দাফন, এবং অন্যান্য সহযোগিতা প্রদান করেন উক্ত কমিটি।
সার্বিক সহযোগীতা (জুতা-পিপি-মাক্স-চাশমা-হ্যান্ডস্যানিটাইজার ও অন্যান্য) প্রদান করেন- মোঃবেলাল উদ্দিন, আব্দুল সত্তার, নাঙ্গলমোড়া সচেতন নাগরিক কমিটি, ৮নং ওয়ার্ড প্রবাসী মোঃ আলমগীর এর নেতৃৃত্ব একটি প্রতিনিধি দল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং