১০ এপ্রিল ২০২১ইং রোজ-শনিবার হাটহাজারী উপজেলার মধ্যম নাঙ্গলমোড়া রুহুল আমিন সুজনের মাতার দাফনের কাজ “দুপুর ২ঃ০০ঘটিকা নাঙ্গলমোড়া মাদ্রাসা মাঠে জানাজার পর” সম্পন্ন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখার কাফন-দাফন কমিটি।
জানাজা পড়ান- চট্টগ্রাম ষোল শহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরতুল আল্লামা হাফেজ সোলাইমান আনচারী ( মাঃজিঃআঃ)।
বিঃদ্রঃ গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় চন্দগাঁও থানা কমিটি গোসল সম্পন্ন করেন। গাউছিয়া কমিটির এম্বুলেন্সের মাধ্যমে নাঙ্গলমোড়াতে লাশ প্রেরণ করেন। নাঙ্গলমোড়া ইউনিয়ন গাউছিয়া কমিটির কাফন-দাফন কমিটি দাফনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
দাফনে সহযোগী ছিলেনঃ
হাঃমোঃ হেলাল (৭নং ওয়ার্ড)
মৌলানা মোঃ হোসাইন (মধ্য নাঙ্গলমোড়া)
মোহাম্মদ সাজ্জাদ হোসাইন (সার্বিক পর্যবেক্ষণ ও সহযোগীতায়)ছিলেন(৭নং ওয়ার্ড)।
এম.এ কাওছার (১নং ওয়ার্ড)
মোঃ নুরুল ইসলাম (৩নং ওয়ার্ড)
আব্দুল্লাহ আল কাইয়ুম (৩নং ওয়ার্ড)
উল্লেখ যে, ২০১৯সালে করোনা ভাইরাস চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়লে ২০২০সালের ফেব্রুয়ারি-মার্চের সময় আলহাজ্ব মৌলানা মোঃ আলমগীর এর আহবায়কত্বে ইউনিয়ন গাউছিয়া কমিটি এর তত্বাবধানে মৃত ব্যক্তির গোসল-কাফন-দাফন কমিটি গঠণ করা হয়। এই পর্যন্ত সরাসরি ও সহযোগিতার মাধ্যমে ৫জন ব্যক্তিকে কাফন-দাফন, এবং অন্যান্য সহযোগিতা প্রদান করেন উক্ত কমিটি।
সার্বিক সহযোগীতা (জুতা-পিপি-মাক্স-চাশমা-হ্যান্ডস্যানিটাইজার ও অন্যান্য) প্রদান করেন- মোঃবেলাল উদ্দিন, আব্দুল সত্তার, নাঙ্গলমোড়া সচেতন নাগরিক কমিটি, ৮নং ওয়ার্ড প্রবাসী মোঃ আলমগীর এর নেতৃৃত্ব একটি প্রতিনিধি দল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।