পবিত্র রমজানের রোজার প্রথম ইফতার করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন অভিনেত্রী
ছবিতে দেখা যাচ্ছে, তিনি সপরিবারে সামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে রয়েছেন মীম।
আযানের জন্য অপেক্ষা করছেন।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘প্রথম রমাদান ইফতার। ’ সেইসঙ্গে রিঅ্যাক্ট দিয়েছেন ভালোবাসার চিহ্ন।
তার এই ছবি শেয়ারের পাঁচ ঘণ্টার মধ্যে ২২ হাজারের অধিক লাইক পড়েছে। কমেন্ট করেছেন ৫০০ জনের বেশি। রাকিব হোসেন নামে একজন কমেন্ট করেছেন, ‘জয় হোক সহমর্মিতার, জয় হোক মানবতার। ’
কামাল আহমেদ লিখেছেন, ‘ভালোবাসা ও সম্মান। কীভাবে অন্য ধর্মের প্রতি সম্মান দেখাতে হয়, কেউ কেউ শিখে নিতে পারেন।
কমেন্টেসে কেউ কেউ লিখেছে- রোজা না রেখে ইফতার করে অসাম্প্রদায়িক চিন্তা করা ভূল। আবার কেউ লিখেছে এটি বাঙ্গালীর মধ্যে ভালবাসার চিহ্ন।