নাঙ্গলমোড়া শাহ সাহেবের ফাতেহা উপলক্ষে ইফতার মাহফিলসহ নানা আয়োজন

১৬ এপ্রিল ২০২১ইং রোজ শুক্রবার হযরতুল আল্লামা সিরাজুল আলম [রহঃ] প্রকাশ শাহ সাহেব এর  পবিত্র ৭ম ফাতেহা শরীফ উপলক্ষে খতমে কোরআন, খতমে খাজেগান শরীফ ও ইফতার মাহফিল তাহার পারিবারিক ইবাদতখানায় অনুষ্ঠিত হয়।

শাহ সাহেবের ৭ম ফাতেহা উপলক্ষে খতমে কোরআন

উল্লেখ্য যে, হযরতুল আল্লামা সিরাজুল আলম [রহঃ] ০১/০৭/২০১৪ইং ২রা রমজান দুনিয়ার সকল মায়া ছেড়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। আলহাজ্ব তমজু মিয়া সওদাগরের ৪র্থ পুত্র ছিলেন তিনি। তাহাকে পারিবারিক কবর স্থান (চাইলদাতল) শায়িত করেন।

কর্মজীবনঃ মাদ্রাসায় দীর্ঘ সময় শিক্ষকতা করেন। দীর্ঘ ৩৬বছর নাঙ্গলমোড়া আশরাফ আলী জামে মসজিদের ইমাম ছিলেন, বায়তুল মামুর জামে মসজিদে খতিবও ছিলেন।

লেখাপড়াঃ চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে তিনি প্রথম পর্যায়ে কামিল সমাপ্ত করেছিলেন।

ত্বরিকত প্রচারেঃ খতমে খাজেগান শরীফ নাঙ্গলমোড়া-গুমানর্মদ্দন-ছিপাতলীসহ চট্টগ্রামের দূরদূরান্ত পর্যন্ত প্রতিষ্ঠা করেছিলেন। অত্যন্ত ঘনিষ্ঠ ছিল খাজায়ে খাজেগান হযরত খাজা মঈন উদ্দীন চিশতী (রাঃ) এর দরবার ও বেশ কিছু খাদেমগণের সাথে। উনার দাওয়াতে সাড়া দিয়ে বাংলাদেশের বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন খাদেমগণ। তিনি যুগ শ্রেষ্ঠ আলেম ও মুহাদ্দিস কুতুবুল আখতাব হযরত মাওলানা মুহাম্মদ ছাহেব কেবলা আলম (রহঃ) এর মুরিদ ও বিশেষ প্রতিনিধি ছিলেন। মাইজভান্ডার দরবার শরীফের সাথেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক।

পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে রাতে আলোকসজ্জা

বৈবাহিক পরিচয়ঃ

তাহার শ্বশুর ছিলেন রাউজান গহিরা এম এ কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস মুফতি আবুল মুহছীন শামছী (রহঃ)। বর্তমানে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস সহ অনেক আলেম এবং ছিপাতলী মাদ্রাসা, গহিরা মাদ্রাসাসহ অনেক মাদ্রাসার অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফতিরা শামছী (রহঃ) এর ছাত্র ছিলেন।

তাহার বংশঃ 

আরবের পবিত্র নগরী কুরাইশ বংশের ৮ভাই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন। তার মধ্যে ২ভাই নাঙ্গলমোড়া থেকে যান। অন্যদের মধ্যে ২জন নোয়াখালী, অন্যরা বার্মাসহ বেশ কয়েকটি দেশে চলে যান। তালুকদার বংশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি।

খতমে গাউছিয়া শরীফ
রাতে তবারুক গ্রহণ

গত ০৯/০৪/২০২১ইং রোজ শুক্রবার হযরতুল আল্লামা সিরাজুল আলম রহঃ এর ৭ম বার্ষিক ফাতেহা উপলক্ষে খতমে গাউছিয়া, খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং