কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি ছেলেসন্তান। এর মধ্য দিয়ে ভাসানচরে প্রথম কোনো রোহিঙ্গা শিশু জন্ম নিল।
ভাসানচরে আশ্রয় নেওয়ার আট দিন পর গতকাল শুক্রবার মোহাম্মদ কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে ওই শিশুর জন্ম। তাঁদের ঘরে এটি তৃতীয় সন্তান। এর আগে এ দম্পতি কক্সবাজারের কুতুপালং শরণার্থীশিবিরে বাসিন্দা ছিলেন। তাঁরা স্বেচ্ছায় ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের প্রথম দলের সঙ্গে ভাসানচরে নতুন ঠিকানায় পা রাখেন।
এ সম্পর্কে ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির মুঠোফোনে বলেন, গত বৃহস্পতিবার রাতে প্রসবব্যথা শুরু হলে রাবেয়াকে প্রথমে ভাসানচরের আশ্রয়ণের স্বাস্থ্যকেন্দ্র নেওয়া হয়। সেখানে ধাত্রীর সহায়তায় ভোররাত সাড়ে চারটার দিকে শিশুটির জন্ম হয়। গতকাল সকালের দিকে মা ও শিশুকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সকাল ১০টায় তাঁরা নিজ ঘরে ফিরে আসেন।
এম আনোয়ারুল কবির আরও বলেন, শিশুটি ইতিহাসের অংশ হয়ে গেল। নোয়াখালীর ভাসানচর তার জন্মস্থান। মা ও শিশুর প্রতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।