মানিকগঞ্জে ছাত্র ইউনিয়নের করোনাকালীন ত্রান সহায়তায় শ্রমজীবীরা খুশি

আমরারা তো ঐক্যের দৃঢ় বলে বলিয়ান, শোষণের কারাগার ভাঙ্গবোই,মেহনতী মানুষের মুখে হাসি ফুটাবই”। দেশের ঐতিহ্যবাহী সাধারণ ছাত্রদের একমাত্র বুনিয়াদি ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয়ভাবে সারাদেশে চলমান বৈশ্বিক মহামারী করোনাকাল মোকাবেলায় দুস্থ ও মেহনতী মানুষের জন্য শ্রমজীবী ক্যান্টিন চালু করেছেন। তারই ধারাবাহিকতায় আজ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে শহরের বেউথা আবাসনে বিকেল ৫.০০-৫.৪০ মি. পর্যন্ত সংগঠনের নিজ হাতে রান্না করা ত্রান সহায়তা খিচুড়ি বিলি করা হয়। ত্রান বিতরন অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি এম আর লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান ছাত্র ইউনিয়নের সাবেক জেলা ও জাবি সংসদের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু,সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি কমরেড আব্দুল মান্নান, জাতীয় রাবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি কমরেড আবুল ইসলাম শিকদার, খেলাঘর অাসর এর কেন্দ্রীয় নেতা কমরেড আরশেদ আলী মাস্টার, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাবেক সভাপতি ও প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। কর্মসূচীটির সার্বিক সহায়কের ভূমিকা পালন করেন ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ সংসদের বিপ্লবী সভাপতি কমরেড রুমা আক্তার। 

সংগঠনের ক্ষুদ্র এই আয়োজন শ্রমজীবী নারীরা খুবই খুশি। তারা বলেন এবারের লকডাউনে এই প্রথম কিছু পেলাম।সরকার মরছে না পালিয়েছে জানিনা। আমাদের খোজ কেউ রাখেনা। ছাত্রদের অসংখ্য ধন্যবাদ। ছাত্রদের মাধ্যমে মেহনতী মানুষের সমাজ বদলের ঐক্য অটুট থাকুক এই প্রত্যাশা করি।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং