গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর আজ দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নিকট আরও ইয়াবা ট্যাবলেট নিজ বাসায় রক্ষিত আছে। পরে হিমারদীঘি আমতলী কেরানীরটেক তার নিজ বসতঘরের আলমারী থেকে আরো ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওই ইয়াবার চালান এবং মাদক সরবরাহ করার পেছনে রেজাউল জড়িত। ছাত্রলীগ নেতার যোগসাজসে জাকির দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের লভ্যাংশ তারা আনুপাতিক হারে ভাগ করে নিতেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।