হেফাজতের হাতে নৃশংসভাবে সাইফুল হত্যার ৮ বছর: ঝুলে আছে বিচার কার্যক্রম

আজ ৩ মে। ২০১৩ সালের এই দিনে হাটহাজারীর ফতেপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে হেফাজতে ইসলাম এর নেতাকর্মীরা।

গত ২৬শে এপ্রিল, শুক্রবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে যুদ্ধাপরাধীর সমর্থনে ১৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এবং ০৫ মে শাপলা চত্বরে অবরোধ কর্মসূচীকে ত্বরান্বিত করতে এক মহা সমাবেশ এর আয়োজন করে। সেদিন তারা জুমার নামাজের পর তৎকালীন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব ও চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা জালালুদ্দিন আলকাদেরীকে আক্রমণ করে এবং মসজিদে ব্যাপক হামলা চালায়।
সেদিন একইসাথে তারা হাটহাজারীর ইমাম শেরে বাংলার মাজারেও হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে তৎক্ষণাত দেশের বিভিন্ন স্থানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের হাটহাজারীর বাসস্ট্যান্ড চত্বরে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ করে হাটহাজারী আহলে সুন্নাত ওয়াল জামাআত,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এ বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ছাত্র মুহাম্মদ সাইফুল ইসলাম। বিক্ষোভ থেকে ফেরার পথে উপজেলার ১১ মাইল এলাকায় হেফাজত নেতাকর্মীদের হামলার শিকার হয় সাইফুল। গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে এক সপ্তাহ চিকিৎসাধীন ছিল। অবশেষে ০৩ এপ্রিল (২০১৩) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনাটি সেসময়ের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছিল।

এ ঘটনায় তার পরিবার ও হাটহাজারী আহলে সুন্নাতের পক্ষ হতে আসামী চিহ্নিত করে হাটহাজারী থানায় একটা মামলা দায়ের করা হয়। দীর্ঘ আট বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মামলার কোন অগ্রগতি হয় নি। উপরন্তু আসামীরা ধরা ছোয়ার বাইরে থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
মামলার এ দীর্ঘসূত্রিতায় সুষ্ঠু বিচার পাওয়ার আশা হারিয়েছেন সাইফুলের পরিবারের সদস্যরা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ছাত্রসেনার সমর্থকেরা। এছাড়াও এ মামলার তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে না বলেও দাবি করেছেন তারা।

এমতাবস্থায়, মামলার সুষ্ঠু তদন্ত করে সাইফুল হত্যার আসামীদের বিচারের আওতায় এনে সঠিক বিচারের দাবী জানিয়েছেন।
আজ ৩ মে ২০২১ রোজ সোমবার দুপুর ৩টায় ফতেপুর মন্ঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রসায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী উপজেলা দক্ষিনের স্মরন সভা ছাত্রসেনা দক্ষিনের সভাপতি মুহাম্মদ জাবেদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি জামাল উদ্দীন কাদেরী,বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট দক্ষিন জেলার সহ সভাপতি মাষ্টার মুহাম্মদ আবুল হোসেন,উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ন সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিঞা,মুহাম্মদ ওয়াহিদুল আলম ফরিদুল আলম,নাছির উদ্দীন রুবেল,হাফেজ জয়নুল,মুছা কাজেম,আব্দুল্লাহ আল ফারুক।প্রধান বক্তা ছিলেন চবি ছাত্রসেনার সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ বক্তা ছিলেন গাজি মুহাম্মদ নাছির উদ্দীন।এ সময় উপস্হিত ছিলেন মুহাম্মদ হাসান রেজা,ফুরকান উদ্দীন,মহি উদ্দীন,আরিফ আজাদ,মামুন,মিজানুর রহমান,সাইফুল ইসলাম,কাউছার, রুবেল, পারভেজ প্রমূখ।
পরিশেষে শহিদের কবরে পুষ্প অপন এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং