মা মাটি মোহনা হারিয়ে যেতে দিব না। প্রতিবারের মতো নয় এবার ভিন্ন অবিজ্ঞতায় বৈশ্বিক মহামারী করোনাকালে বারসিক এর সহযোগীতায় জেলা নারী উন্নয়ন কমিটির আয়োজনে বিশ্ব মা দিবসে অনলাইন সংলাপ অনুষ্ঠিত হয়।
অনলাইন সংলাপে জেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে রাশেদা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহীন আক্তার,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় এর লিখিত প্রবন্ধ পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার, আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতি চৌধুরী, আলীনগর নারী উন্নয়ন সমিতির নারী নেত্রী বিমলা বেগম,নারী নেত্রী আয়শা আক্তার,লিপিকা মন্ডল, হালিমা আক্তার, গোবিন্দল নারী উন্নয়ন সমিতির সম্পাদক শিল্পী আক্তার, জাগীর নারী উন্নয়ন কমিটির নেত্রী মঞ্জু বেগম, কিশোরী লিজা ও সাথী আক্তার প্রমুখ।
বক্তারা বিশ্ব মা দিবসে শ্রমজীবী, প্রান্তিকসহ সকল পর্যায়ের মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মায়ের আদর্শে পারিবারিক প্রগতিশীল দেশপ্রেমিক সুনাগরিক শিক্ষায় আগামী নতুন প্রজন্মকে গড়ে তুলতে সকলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।