করোনার কালে শেষ ঠিকানা গাউসিয়া কমিটিকে সম্মাননা দাবি জনমহলে

আধ্যাত্বিক ও অরাজনৈতিক ত্বরিকত্ব ভিত্তিক সংগঠণ গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তমান সময়ের খুবই আলোচিত নাম। করোনা বিশ্বকে কালো থাবা দিয়েছে। সারা বিশ্বে হাজার হাজার লাশ কাফন-দাফন বিহীন পরিত্যাক্ত অবস্থায় কুকুর কামড়ে খাবার হিসাবে গ্রহণ করেছে। কিছু কিছু দেশে করোনা রোগীর সেবার অভাবে মারা গেছে। স্ত্রী-সন্তান কেহইে একে অপরের সেবা করছেনা, সন্তান পিতা-মাতাকে দেখছেনা। কেহ কারো উপকারে আসছেনা। মাটিতে গর্ত করে, আবার পুড়ে কোন মতে দায় সারছে অনেক দেশ। আবার অনেক দেশ তাও পারছেনা। এমন সময় বাংলাদেশে চিকিৎসা সেবা, কাফন-দাফন সহ নানা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে “গাউসিয়া কমিটি বাংলাদেশ” নামক একটি ত্বরিকত্ব ভিত্তিক সংগঠণ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয়, আধ্যাত্নীক, জনকল্যাণমূলক, মানবিক সংগঠন।
১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বর্ণাঢ্য কার্যক্রম অব্যাহত রাখার পরও এবার করোনার এই দুর্দিনে বাংলাদেশের মানুষের পাশে মানবসেবার এক অনন্য অসাধারণ দৃষ্টান্ত রেখে যাচ্ছেন।
করোনার প্রথম ঢেউ থেকে শুরু করে এই করোনাকালের কার্যক্রমের
রিপোর্টঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১০ মে ২০২১ পর্যন্ত-
দাফন সহায়তা দিল-
❤️চট্টগ্রামে ২১২৭ জন,
❤️ সারাদেশে ২৬৩১ জনকে।
❤️ সৎকার সহায়তা দিল-
❤️৩০ জন হিন্দু,
❤️৩ জন বৌদ্ধ,
❤️১ জন খ্রিস্টানকে।
❤️মুক্তিযোদ্ধা রয়েছেন ৩৫ জন।
❤️অজ্ঞাত লাশ ছিল ১৬ জন।
❤️অক্সিজেন সেবা দেওয়া হলো ১৬১৯২ জনকে।
❤️ফ্রী এম্বুলেন্সে রোগী সেবা দেওয়া হলো ৩২০৬ জনকে
❤️ভ্রাম্যমাণ কোভিড টেস্ট সুবিধা পাচ্ছে দৈনিক ৩০ জন।
❤️লক্ষাধিকের অধিক পরিবাদের পাশে খাবার নিয়ে উপস্থিত।
ইতোমধ্যে প্রেস কন্ফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক মানের হাসপাতাল করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
এছাড়া দেশের যে-কোনো প্রাকৃতিক দূর্যোগ কালে সরকারী আহবানে সরকারী সেবা-কর্মীর সাথে কাজ করতে সারা দেশে প্রস্তুত রয়েছে গাউসিয়া কমিটি বালাদেশ’র প্রশিক্ষিত বিশাল কর্মী বাহিনী।
গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ সহ সবাই এগিয়ে আসুন দলমত নির্বিশেষে তাঁদের এই মহতী কার্যক্রম কে স্বাগত ,

অভিনন্দন
চট্টগ্রাম-ঢাকা-সিলেটের বেশ কিছু জায়গায় গাউসিয়া কমিটির কার্যক্রম খুবই প্রশংসনীয়। ফেইসবুকে সরকারী স্বীকৃতির দাবিও জানাচ্ছে হাজার হাজার সাধারণ জনগণ।
রফিক নামে একজন লিখেছে- গাউসিয়া কমিটি করোনা সময়ে আমাদের প্রাণ। তাই সংগঠণটিকে সম্মাননা প্রদান করা হোক।
আব্দুল্লাহ নামে একজন লিখেছে- করোনাকালে শেষ ঠিকানা গাউসিয়া কমিটি, তাই সংগঠণটিকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করার দাবি জানাচ্ছি।
এভাবে অনেকেই নানা মন্তব্য করে সম্মাননা করার দাবি জানিয়েছে।
Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং