মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি স্টাফ কোয়াটারের পিছনে হরিকুমারিয়া এলাকায় মঙ্গলবার সকালে খলিলুর রহমান তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খলিলুর রহমান তালুকদারের ভাইয়ের ছেলে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন তালুকদার বলেন, সকালে আমার চাচা লোহার তৈরি একটি কোঠা নিয়ে বাড়ির পাশে আম পাড়তে যায়। আম পাড়া অবস্থায় লোহার কোঠাটি পাশের বিদ্যুৎ এর তারের ওপর গিয়ে পড়ে। এতে করে চাচা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।