রাঙ্গুনিয়া বাড়ির গ্রিল ভেঙ্গে দূর্ধর্ষ চুরি, নগদ অর্থসহ তিনলক্ষ টাকা গায়েব

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড়ে দক্ষিণ নোয়াগাঁও ফকিরখীল এলাকায় মো. বশির আহম্মদ নামে এক ব্যক্তির বাড়ির দরজার গ্রীল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মে) সাংবাদিকদের এটি নিশ্চিত করেছেন বাড়ির মালিক বশির। রবিবার রাতে কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে বাড়ির মালিক ধারণা করে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাড়ির মালিক বশির আহম্মদ বলেন, গত (১৫ মে) শনিবার বিকেলে অসুস্থ আত্মীয়কে দেখতে যায় আমি ও আমার পরিবার। এই সুযোগে একটি সংঘবদ্ধ চোরের দল বাড়ির চারপাশের দেওয়াল টপকে বাড়ির আঙ্গিনার ভেতরে প্রবেশ করে। পরে দরজার গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতর দুটি কক্ষের তালা ভেঙ্গে আলমারী, ড্রেসিং টেবিলের ড্রয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে সব মিলিয়ে প্রায় ৩ ভরি স্বর্ণের গহনা, নগদ ৯০ হাজার টাকাসহ বেশ কিছু ব্যবহৃত দামি শাড়ী কাপড় নিয়ে যায়। চুরি হওয়ার পর বিষয়টি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হলে তিনি এসে সবকিছু পরিদর্শন করেন এবং তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দেন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, চুরি হওয়া বাড়ির মালিক মো. বশির আহম্মদ থানায় একটি অভিযোগ করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরো বলেন, গত লকডাউনে মদকের সাথে চুরি-অপহরণ বৃদ্ধি পেয়েছে। তাই আমরাও এগুলোর বিরুদ্ধে নিরলস প্রদক্ষেপ নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনছি এবং এসমস্ত অপরাধকে দমানোর চেষ্টা করছি।
Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং