মাদারীপুরের কালকিনি উপজেলায় নছিমন চাঁপায় মোঃ আসিফ ঘরামি(১২) নামে এক হতদরিদ্র শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আসিফ উপজেলার কয়ারিয়া এলাকার ময়দানেরহাট গ্রামের দিনমজুর ফারুক ঘরামীর শিশু পুত্র।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, শিশু আসিফ ঘরামী পায়ে হেটে ময়দানেরহাট বাজারের পাশের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে চালানো একটি নছিমন এসে তাকে চাঁপা দেয়।
এতে করে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলার আসোকাঠি হাসপাতালে নিলে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বিষয়টি আমি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে।
বিষয়টি নিয়ে সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছে, দিনকে দিন এই সব গাড়ি বেড়েই চলেছে,অপ্রাপ্তবয়ষ্ক, নেশা গ্রস্থ কিংবা বেপরোয়া চলকরা রাস্তায় অবৈধ ভাবে আতঙ্কিত শব্দের সাথে ঘুরে বেড়ায়। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়শই সামনে আসে।