দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবি এবং তাকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন হয়েছে।
১৯মে (বুধবার) পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের ক্লাব রোডে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও অংশ নেয় স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের আহবায়ক গৌতম নারায়ন চৌধুরী,সাবেক সভাপতি এ কে আজাদ, জিয়াউল আহসান,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম এবং তানভীর আহম্মেদ।
এসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি সচিবালয়ের কক্ষে তাকে আটকে রেখে হেনস্তা কারীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী জানান।