দৈনিক প্রথমআলো পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্থাকারীদের বিচারের দাবীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২০ মে) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা সদরের ইছাখালি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাধারন সম্পাদক মো. জিগারুল ইসলাম জিগার, পাক্ষিক রুপালী রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক এনায়েতুর রহিম, সিনিয়র সাংবাদিক পান্ত নিবাস বড়ুয়া, মো. ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাছির, আব্বাস হোসেন আফতাব, অর্থ সম্পাদক মো. জগলুল হুদা, আরিফুল হাসনাত, রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম, রুবায়েত রাশেদ, দ্বিপায়ন সুশীল প্রমূখ। বক্তারা রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্থাকারীদের বিচার এবং দ্রুত তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে রেখে স্বাস্থ্যমন্ত্রনালয়ের কর্মকর্তাদের বদলী এটা কোন শাস্তি নয়। দোষীদের গ্রেফতারেরও দাবী জানান তাঁরা।
তাঁরা আরো বলেন, দুর্নীতিকে আড়াল করতে একজন কলম সৈনিককে শারিরীক-মানসিক নির্যাতন ও হেনস্তা করা দেশের মানুষ মেনে নেয়নি। পুরো দেশ আজ ক্ষুব্ধ। আমরা আশা করি রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের সঠিক বিচার করে সরকার ন্যায়কে প্রতিষ্ঠিত করবে।