পিরোজপুরে ১৭ লাখ টাকা ছিনতাই চক্রের মূলহোতা কাওসার হোসেন ওরফে আব্দুল হামিদ মোড়লকে (৬৫) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২০ মে ( বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হয়।
অভিযুক্ত কাওসার হোসেন ওরফে আব্দুল হামিদ মোড়ল খুলনা জেলার আড়ংঘাটা থানার আড়ংঘাটা গ্রামের মৃত আব্দুল রহিম ডাক্তারের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম জানান, বুধবার (১৯ মে) রাত ১২টার দিকে তাকে খুলনার আড়ংঘাটা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ০৪ এপ্রিল দুপুর ১টার দিকে পৌর শহরের পূর্ব শিকারপুর মুসলিম পাড়া থেকে ওই টাকা ছিনতাই হয়। টাকার মালিক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ছোট কুমারখালী গ্রামের সহিদ হোসেনের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে চারজনের একটি দল।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই ছিনতাইকারীদের শনাক্ত করে।
মামলা সূত্রে ও ডিবি পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়, ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্র ওই টাকার মালিক শহিদুল ইসলামের বাড়ির পাকা ভবনের ছাদে একটি বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানির টাওয়ার বসানোর জন্য চুক্তি করেন। সে অনুযায়ী বাড়ির মালিক তার বাড়ির দোতালা নির্মাণের জন্য ওই দিন দুপুরে পিরোজপুরের একটি ব্যাংক ১৭ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময়ে ছিনতাইকারী চক্রটি পূর্ব পরিকল্পিতভাবে ওই টাকা ছিনতাই করে।
জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের জানান,শহরে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ওই ক্যামেরার মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে।সে অনুয়ায়ী অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।