লগডাউনে শিথিলতার সুযোগ নিয়ে বাস মালিক সমিতির দ্বিগুন ব্যাবস্যা। একধাক্কায় যেন পার, পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগিয়ে অতিরিক্ত যাত্রী স্বাস্থবিধি সাথে হেলাফেলা করে যাতায়েত করছে গ্রামের চিপা রাস্তা দিয়ে। বরিশাল -মাওয়ার গাড়ি, বিএমফ,(এসি)-লোকাল,অভিডিলাক্স, চন্দ্রা,লোকাল বাস সহ গাড়ির মেলা যেন ডাসারের রাস্তায়। হাঠাৎ এবং অতিরিক্ত মানুষের ভিরভাট্টা দেখে আতংকিত গ্রামের মানুষজন।

করোনাকালীন এ সময় যখন গ্রাম পর্যায় পর্যন্ত করোনার রেশ, তখন মানুষের সাবধানতাই তাদের মূল ওষুধ বলে মনে করছে সকলে। এর ভিতরে শহরের মানুষগুলো ও বাসমালিকেরা এভাবে বিধিনিষেধের দিকে আঙ্গুল দেখিয়ে পারাপার হচ্ছে, বিষয়টি আতংকের।
ডাসার ইউনিয়নের চেয়ারম্যান সবুজকাজী বলেন, চোরাই রাস্তা ব্যবহ্যার করছে তারা। নতুন রাস্তা, গ্রামের ভিতর দিয়ে এভাবে কি ভাবে যায় প্রশাসনকে জানিয়েছি, তারা এভাবে ছেড়ে দিলে তো চলে না।