ভূমধ্যসাগরে জীবিত উদ্ধার ৩৩ জনের ৩০ জনই মাদারীপুরের

ভূমধ্যসাগরে জীবিত উদ্ধার ৩৩ জনের ৩০ জনই মাদারীপুরের
মুমতাজুল কবীর, মাদারীপুর প্রতিনিধি:
উত্তর আফ্রিকার  তিউনিসিয়ার সেনাবাহিনী যে ৩০ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে, তাদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার আছেন ২৩ জন। আবার এই উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর গ্রামেরই আছেন ১৪ জন। দুদিন আগেও কান্নায় ভারী হয়ে উঠেছিল নয়াচর গ্রাম। কিন্তু বৃহস্পতিবার (২০ মে) রাতে সন্তান ও ভাইদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে স্বজনরা এখন কিছুটা শান্তি পাচ্ছেন।
মাদারীপুর নয়াচর গ্রামের সেন্টু মন্ডল এখনো নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবি। একই গ্রামের ১৪ জনসহ ২৯ জন প্রাণে বেঁচে গেলেও তাদের ফিরে পাওয়ার শঙ্কায় পরিবারের মাঝে বিরাজ করছে অনিশ্চয়তা। সেদিনের ঘটনায় মাদারীপুর জেলার একজন নিখোঁজসহ ৩০ জনের পরিচয় মিলেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবার জানায়, ধারদেনা ও বাড়িটা পর্যন্ত বিক্রি করে আমাদের ভাই-সন্তানদের বিদেশে পাঠিয়েছি একটু ভালো থাকার জন্য। তবে তাদের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিদের বিদেশেই যেন একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। না হলে মরণ ছাড়া পরিবারগুলোর আর কোনো উপায় থাকবে না। তারা সবাই সাড়ে সাত লাখ টাকা দিয়ে মহসিন নামের এক মানব পাচারকারীর মাধ্যমে ইতালি যাচ্ছিলেন বলে জানায় পরিবার।
নিখোঁজ সেন্টু মন্ডলের শ্বশুর আবদুর রব বেপারী  বলেন, আমার তিনটি নাতি, অনেক কষ্ট করে ধারদেনা করে সাড়ে সাত লাখ টাকা দিয়ে লিবিয়া দিয়ে ইতালি পাঠিয়েছিলাম কিন্তু তার কোনো খোঁজ নাই।
মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমারা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছিলাম তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের ৩০ জন রয়েছেন। এরপরই আমরা তদন্ত শুরু করি এ ঘটনার সঙ্গে কারা জড়িত। আমার ইতিমধ্যে বেশ কয়েকজন মানব পাচারকারীকে শনাক্ত করেছি। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৬ মে ৮৩ জন অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে একটি নৌকায় করে অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইতালি যাচ্ছিলেন। ইউরোপে প্রবেশের সময় উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এরপর তিউনিসিয়ার সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে ৩৩ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করে।
Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং