চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৭নং বেতাগী ইউনিয়ন ৬নং ওয়ার্ডে বজ্রপাতের কারণে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাকিবের পোল্ট্রিফার্মে বিপুল ক্ষয়ক্ষতির হয়েছে। রবিবার (২৩ মে) রাত আনুমানিক ১০টার সময় বিকট শব্দে বজ্রপাত হলে পরে এলাকায় শোরগোল পড়ে যায়। খবর নিয়ে জানা যায় মোহাম্মদ সাকিবের পোল্ট্রিফার্মের পাশে এই বজ্রপাতের ঘটনাটি ঘটে।
পোল্ট্রিফার্মের মালিক মোহাম্মদ সাকিব জানান, বজ্রপাতটি আমার পাশে পড়েছে। একটুর জন্য আমার গায়ে পড়েনি। কিন্তু আমার ফার্মের প্রায় ২২টি বাচ্চা মুগী মারাগেছে। বিদ্যুৎ মিটার, মেইন সুইস, বৈদ্যুতিক বাল্ব সহ প্রায় বৈদ্যুতিক সরঞ্জাম অচল এবং নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার ফার্মে এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আজ সারাদিন বিদ্যুৎ না থাকলে ফার্মের অনেক বাচ্চা মুরগী মারা যাওয়ার সম্ভাবনা আছে।
একই এলাকার আজিজ সওদাগরের পুত্র, শেখ মুহাম্মদ শাহাদাত জয় বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে গেছে বলেও জানান তার পরিবারের লোকজন। পরে পরিবার ও এলাকার লোকজন প্রথমিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলেন।