পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আবুয়াল শিকদার (৫০) ওরফে আবু শিকদার হামলা,সহিংসতা ও সন্ত্রাসী মামলায় গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রবিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর।
জানা গেছে, কাউন্সিলর আবুয়াল শিকদারের ও তার ছেলে ইমরান সিকদার ওরফে এম শিকদারের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল গত ০৩ মে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ শিকদারসহ ৩ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করে। এসময় হামলাকারীরা ৪টি মোটর সাইকেল ভাংচুর করে। ওই হামলায় আহত হন শহরের সাপ্লাই মোড় এলাকার তপন চন্দ্র্র শীলের ছেলে ছাত্রলীগ নেতা কৃষ্ণ চন্দ্র্র শীল (২৫)। আহত ছাত্রলীগ নেতার পিতা বাদী হয়ে গত ০৫ মে থানায় একটি মামলা দায়ের করেন। তার মামলায় কাউন্সিলর আবুয়াল শিকদারকে প্রধান আসামী করে ১০জনকে নামীয় ও আরো ৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য,আবুয়াল শিকদার পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও তার ছেলে ইমরান শিকদার ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলো।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, আবু শিকদারকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এলাকার আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে গ্রেপ্তার করা অনিবার্য হয়ে উঠেছিলো।