বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে উপহারকৃত লাশবাহী ফ্রিজিং গাড়িটি রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে ঢাকা সচিবালয় থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে লাশবাহী ফ্রিজার গাড়িটি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় রাঙ্গুনিয়া প্রান্তে হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, রাঙ্গুনিয়া থানা অফিসার ইনচার্জ মাহবুব মিল্কি, উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা আকতারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় অনলাইনে যুক্ত হয়ে তথ্যমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়া বাসীর সুবিধার কথা চিন্তা করে আগের দুইটি গাড়ির সাথে নতুন আরেকটি গাড়ি উপহার হিসাবে এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আগের একটি গাড়ি সরকারের পক্ষে ও অন্যটি আমাদের পারিবারিক প্রতিষ্ঠানের পক্ষে থেকে দেওয়া হয়েছে। লাশ বহনের সুবিধার কথা চিন্তা করে এই ফ্রিজিং লাশবাহী গাড়ি নতুন করে যুক্ত করা হয়েছে। আমি আশা করছি এ তিনটি এম্বুলেন্সের মাধ্যমে রাঙ্গুনিয়াবাসী দিন-রাত্রি সেবা পাবেন। আজ এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে যে লাশবাহী ফ্রিজার ভ্যান উপজেলা পরিষদকে হস্তান্তর করা হলো, সেটিও লাশ বহন ও সংরক্ষণের সংকট নিরসনে সহায়ক হবে। আর এই ফ্রিজিং গাড়িটি আমাদের পার্শ্ববর্তী উপজেলায়ও সেবা প্রদান করতে পারবে।