পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি অবশেষে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। প্রায় ১৭ বছর পর ২৯ মে (শনিবার)রাতে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এর নির্দেশনায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে,২০০৫ সালে শফিউল হক মিঠুকে আহবায়ক করে ৫১ সদস্যের জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।দলীয় গঠনতন্ত্র অনুযায়ী,আহবায়ক কমিটি পুনর্গঠন করে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি করার কথা।
দীর্ঘ ১৭ বছর ধরে এ কমিটি দিয়ে চলছিল দলের কার্যক্রম। দীর্ঘদিন ধরে এই কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে গতিশীল করতে নতুন জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।