চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি রোববার (৩০ মে) গঠিত হয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বদিউল খায়ের লিটন চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে।
ইউএনও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উক্ত কমিটিতে সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ওসি মো. মাহবুব মিল্কী, এরশাদ মাহমুদ, মো. হারুনুর রশিদ রয়েছেন। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এনামুল হক, যুগ্ম সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম চৌধুরী ও মো. এমরুল করিম রাশেদ, কোষাধ্যক্ষ পদে মো. নুরুল আলম, পদাধিকার বলে সদস্য পদে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দুল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফায়েকা বিন্তে মাহবুব। এতে নির্বাচিত সদস্যরা হলেন, এসকান্দর মিয়া, আলী আকবর, আব্দুল ছালাম, মো. পিয়ারুল ইসলাম, দাউদুল ইসলাম, মুক্তি সাধন বড়ুয়া, মো. জসিম উদ্দিন শাহ, আলমগীর আজম, পিপলু বড়ুয়া, মো. আবদুল মালেক, বিশ্বজিৎ সাহা, সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক নূর জাহান পাতা ও তাহমিনা ইয়াছমিন নূর।
এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় কমিটি ঘোষণা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। এতে বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার অভিভাবক ড. হাছান মাহমুদ ক্রীয়াবান্ধব হওয়ায় রাঙ্গুনিয়া উপজেলা ক্রীয়াতে অনেকটা এগিয়ে আছে। যার সুফল ভবিষ্যতে দেশ ও জাতি পাবে। নতুন কমিটি সম্পর্কে তরা আরো বলেন, নবগঠিত ক্রীড়া সংস্থার কমিটি রাঙ্গুনিয়ার ক্রীয়াকে আরো বেগবান করার জন্য সচেষ্ট থাকবে। সভাশেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।