বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ইমামে আহলে সুন্নাত, উস্তাজুল ওলামা আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.)’র গতকাল ১ম ওফাত বার্ষিকী অনুষ্ঠিত হয় । গতবছর এ দিনে তিনি মওলায়ে হাক্বিকীর ডাকে সাড়া দেন।

গতকাল ১ম ওফাত বার্ষিকীতে হযরতের খিদমাত ও অবদানের কথা স্মরণ করে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা মাওলানা এম এ মতিন বলেন-ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ) দ্বীন মিল্লাত মাযহাবের জন্য প্রোজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন। তিনি আজীবন ইলমে দ্বীন প্রচার – প্রসারে নিরলস সময় পার করেছেন। এদেশে সুন্নী মতাদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষে আহলে সুন্নাত ওয়াল জমাআতের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখেন আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ)।

বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচন, সিটি নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীদের পক্ষে তাঁর ভূমিকা, অবদান সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি আরও বলেনঃ আল্লাহ পাক এ মহান আলেমেদ্বীনকে জান্নাতের আলা মকাম দান করুক। আমিন।