ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের (অন্তর) বিরুদ্ধে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এজেন্ট ব্যাংকিং লুটপাট ও ভাংচুরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ হাসিম উদ্দিন।
অভিযোগে উল্লেখ ২ জুন (বুধবার) অফিস শেষে রুম তালাবদ্ধ করে নিজ বাড়ীতে চলে যান। পর দিন ৩ জুন (বৃহস্পতিবার) সকাল ৭ টায় মোবাইল ফোনে খবর পান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (অন্তর) খান্দার গ্রামের আলাল উদ্দিনের ছেলে মোঃ জুয়েল মিয়া, গাগলা গ্রামের মৃত রহমানের ছেলে হাবিবুর রহমানসহ ৫/৭ জন ডিজিটাল সেন্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লুটপাট চালায়।
এ সময় সেন্টারের ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ, ১টি প্রিন্টার, ১টি ফটোষ্ট্যাট, ১টি মডেম, ১টি রাওটার, এজেন্ট ব্যাংকিং এর লেনদেনের নগদ ৮০ হাজার টাকাসহ সরকারী মূল্যবান কাগজপত্র লুটে নিয়ে যাওয়ার সময় সেন্টারে তারা একটি তালা ঝুলিয়ে যায়।
অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান শহিদুল ইসলামের (অন্তর) সাথে কথা বললে তিনি আনিত সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।