মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, এর নির্দেশে, অবৈধভাবে নদীতে বালুউত্তলন করা ৪’টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস ও ৪’টি ব্যাটারি জব্দ করা হয়েছে। মোঙ্গলবার সকাল সাড়ে ১১ঘটিকায় সদর ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস,জেলার দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহ বিজিবি সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করেন।
এসময় কুলবদ্দি চৌরাস্তা, কালিখোলা, চর কুল বদ্দি ও সুইস গেট ৪” টি স্থানে আড়িয়াল খাঁ নদীতে থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলন করার দায়ে ৪’টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস ও ৪” ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া জেলা প্রশাসক ডা,রহিমা খাতুন বলেন, নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলন করা নিষিদ্ধ থাকার পরেও যাঁরা অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলন করিবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।