মাদারীপুর কাভার্ডভ্যানের চাপায় ছেলে পুলিশ কর্মকর্তার (এএসআই) সামনেই নিহত হয়েছেন মা রোজিনা জালাল (৪৫)। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছেলে পুলিশের এএসআই মাহফুজুর রহমান।
বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রিজের ওপর এ দুর্ঘটনা হয়।
নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইনস এলাকার পুলিশের এএসআই মাহফুজুর রহমানের মা ও জালাল আহম্মেদের স্ত্রী। আহত মাহফুজুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার কর্মরত। থাকেন রাজধানীর আফতাব নগরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাকে নিয়ে ছেলে মাহফুজুর রহমান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বরগুনায় নিজ বাড়িতে ফিরছিলেন। অপর দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর থেকে ঢাকা যাচ্ছিল আইয়ান জুট মিলস নামে একটি কোম্পানির কাভার্ডভ্যান। মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি মাহফুজুর রহমানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মা ও ছেলে দু’জনই সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি মা রোজিনা ও ছেলে মাহফুজকে চাপা দিয়ে চলে যেতে চাইলে স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে।
তবে মা রোজিনা পারভিন ঘটনাস্থলেই নিহত হন। আর এএসআই মাহফুজকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো: রেজাউল করিম জানান, লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কাভার্ডভ্যানটি আটক করেছি।