মাদারীপুরে কাভার্ডভ্যানচাপায় পুলিশ ছেলের সামনে মা নিহত

মাদারীপুর কাভার্ডভ্যানের চাপায় ছেলে পুলিশ কর্মকর্তার (এএসআই) সামনেই নিহত হয়েছেন মা রোজিনা জালাল (৪৫)। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছেলে পুলিশের এএসআই মাহফুজুর রহমান।
বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রিজের ওপর এ দুর্ঘটনা হয়।
নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইনস এলাকার পুলিশের এএসআই মাহফুজুর রহমানের মা ও জালাল আহম্মেদের স্ত্রী। আহত মাহফুজুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার কর্মরত। থাকেন রাজধানীর আফতাব নগরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাকে নিয়ে ছেলে মাহফুজুর রহমান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বরগুনায় নিজ বাড়িতে ফিরছিলেন। অপর দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর থেকে ঢাকা যাচ্ছিল আইয়ান জুট মিলস নামে একটি কোম্পানির কাভার্ডভ্যান। মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি মাহফুজুর রহমানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মা ও ছেলে দু’জনই সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি মা রোজিনা ও ছেলে মাহফুজকে চাপা দিয়ে চলে যেতে চাইলে স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে।
তবে মা রোজিনা পারভিন ঘটনাস্থলেই নিহত হন। আর এএসআই মাহফুজকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো: রেজাউল করিম জানান, লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কাভার্ডভ্যানটি আটক করেছি।
Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং