রহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত্ব হযরতুল আল্লামা সিরাজুল আলম রহঃ এর ইংরেজি ৭ম বার্ষিক ফাতেহা শরীফ ০১/০৭/২০২১ইং রোজঃ বৃহস্পতিবার দরবারে সিরাজীয়া শরীফে অনুষ্ঠিত হয়।
বাদে আসর পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউসিয়া শরীফ, জিকির, দোয়া – মিলাদ-কিয়াম ও সর্বশেষ মোনাজাত এর মাধ্যমে জাতির উদ্দেশ্যে দোয়া করা হয়। সর্বশেষ তবারুক গ্রহণ করার মাধ্যমে শেষ।
হযরতুল আল্লামা সিরাজুল আলম রহঃ স্মৃতি সংসদ এর প্রতিনিধি/কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনঃ শাহজাদা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সিরাজী।
উপদেষ্টা হিসাবে নির্বাচিত হন- আবু ইউসুফ নেজামী ও মোহাম্মদ কামাল হোসাইন সিরাজী।
কাউন্সিলে সভাপতি হিসাবে নির্বাচিত হন- শাহজাদা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সিরাজী, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হনঃ তরুণ গবেষক শিহাব উদ্দিন সাইম, সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হনঃ নাঙ্গলমোড়া ছাত্রদের আইডল আব্দুল্লাহ আল কাইয়ুম, অর্থ সম্পাদক হিসাবে নির্বাচিত হনঃ মোঃ শাহিন আলম ও প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হন- হাফেজ আবু সাদ এবং ২১জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।