মুফতি আল্লামা ইদ্রিস রেজভীর ইন্তেকালে ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ শাখার শোকবার্তা

আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র সাবেক প্রেসিডিয়াম সদস্য, প্রবীণ আলেমেদ্বীন, নায়েবে আ’লা হজরত, পীরে তরিকত, ওস্তাজুল ওলামা, মুফতিয়ে জমান, বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক হোসাইন ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ আব্দুর রহমান পরিষদের পক্ষে গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দগণ বলেন নিঃসন্দেহে হুজুর ছিলেন বর্তমান সময়ের যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক একজন আলেম।হুজুরের ইন্তিকালে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হারিয়েছেন একজন অকৃত্রিম অবিভাবক। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উপদেষ্টা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এবং চরণদ্বীপ রজভিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ইন্তিকালের সময় হুজুরের বয়স ছিল ১১০ বছর। তিনি পুরো জীবন ইসলামের খেদমতে ব্যয় করেছিলেন।হুজুরের হাতে হাত রেখে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমান সময়ে দ্বীনের খেদমত আঞ্জাম দেয়া অধিকাংশ আলেম হুজুরের ছাত্র। হুজুরের ইন্তেকাল এ দেশের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য বড়ই সমবেদনার।
হুজুরের ইন্তিকালে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নেতাদ্বয় তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের আ’লা মকাম কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং