আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র সাবেক প্রেসিডিয়াম সদস্য, প্রবীণ আলেমেদ্বীন, নায়েবে আ’লা হজরত, পীরে তরিকত, ওস্তাজুল ওলামা, মুফতিয়ে জমান, বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক হোসাইন ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ আব্দুর রহমান পরিষদের পক্ষে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দগণ বলেন নিঃসন্দেহে হুজুর ছিলেন বর্তমান সময়ের যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক একজন আলেম।হুজুরের ইন্তিকালে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হারিয়েছেন একজন অকৃত্রিম অবিভাবক। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উপদেষ্টা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এবং চরণদ্বীপ রজভিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ইন্তিকালের সময় হুজুরের বয়স ছিল ১১০ বছর। তিনি পুরো জীবন ইসলামের খেদমতে ব্যয় করেছিলেন।হুজুরের হাতে হাত রেখে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমান সময়ে দ্বীনের খেদমত আঞ্জাম দেয়া অধিকাংশ আলেম হুজুরের ছাত্র। হুজুরের ইন্তেকাল এ দেশের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য বড়ই সমবেদনার।
হুজুরের ইন্তিকালে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নেতাদ্বয় তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের আ’লা মকাম কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।