হালদা নদী থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরীয়া এলাকায় থেকে এ ডলফিন উদ্ধার করে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ এবং আইডিএফ এর সদস্যরা
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মনজুরুল কিবরীয়া বলেন, হালদা থেকে এ পর্যন্ত ৩৩টি ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধার করা ডলফিনের দেহটি পচে যাওয়াতে মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ডলফিনটির দৈর্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বলেন, ডলফিনটি নদী থেকে উদ্ধার করে উত্তর মার্দাশা রামদাস মুন্সিরহাট এলাকায় মাটিচাপা দেয়া হয়।