পাঁচবিবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
মোস্তাকিম হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ৫ম সাধারণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৩ টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট মন্ত্রনায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।
বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, জয়পুরহাট জেলা চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মিন্নুরসহ অনেকে প্রমুখ।