মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৭১ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাংলাদেশিসহ ৭১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফেডারেল টেরিটরির মালয়েশিয়ান অভিবাসন বিভাগ (জিআইএম) রাজধানীর চারপাশে অভিযান চালায়। এসময় তাদের আটক করা হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, অভিযানকালে ১৫০ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এরপর বাংলাদেশি ২৪ জন, মিয়ানমারের ৩০, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, থাইল্যান্ডের একজন ও পাকিস্তানের এক নাগরিকসহ মোট ৭১ জনকে অভিবাসন আইন লঙ্ঘন করার অপরাধে আটক করা হয়।

পরিচালক ব্যাখ্যা করেন, অভিবাসন আইন লঙ্ঘনের অপরাধে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা পাঁচ বছরের বেশি কারাদণ্ড বা বেত্রাঘাত সহ উভয় দণ্ড হতে পারে।

ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জোর দিয়ে বলেন, আটক বিদেশিদের সুরক্ষার সঙ্গে জড়িত পক্ষ, নিয়োগকর্তা বা অন্য কেউ হোক না কেন, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা বজায় রাখতে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং