ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক

আঙ্গুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে থেকে ছিটকে পড়েছিলেন মুশফিকুর রহিম। তখনই বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছিলো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টও খেলতে পারবেন না হয়তো তিনি।

শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ দিতে হলো মুশফিককে। তার পরিবর্তে ১৫ জনের দলে জায়গা পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছিলো অঙ্কনের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের জন্য আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর, জ্যামাইকায়।

দুই টেস্টের সিরিজের পর রয়েছেন তিন ওযানডে। শুরু হবে ৮ ডিসেম্বর। সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের পর সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। এই দুই ফরম্যাটের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং