পাকিস্তানের হামলায় ২৪ ভারতীয় সেনা নিহত!

পাকিস্তানের হামলায় ২৪ ভারতীয় সেনা নিহত!

উত্তেজনায় কাঁপতে থাকা পাক-সীমান্তে বিদায়ী বছরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। সে হিসাবে পাক হামলায় প্রতি মাসে গড়ে দুজন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত পরিসংখ্যানের বরাত দিয়ে এই সময় এ তথ্য দিয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তান ৫ হাজার ১০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে যা গত ১৮ বছরের মধ্যে সর্বাধিক। গড়ে প্রতিদিন ১৪বার করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা।

এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন ৩৬ জন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

সর্বশেষ ইংরেজি নতুন বছরের প্রথম দিন শুক্রবার পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায়।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে প্রথমবার গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টারশেল ছুড়তে থাকে। ভারত কড়া প্রত্যাঘাত করলে কিছুক্ষণের জন্য হামলা বন্ধ হয়।

ওই কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নৌশেরা সেক্টরে ফের গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। দ্বিতীয় দফার পাক হামলায় নিহত হন নায়েব সুবেদার রবীন্দর।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং