নানা কর্মসূচির মধ্যে দিয়ে পাঁচবিবিতে ছাত্রলীগের ৭৩ প্রতিষ্ঠা বাষির্কী পালিত
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)সংবা দদাতা:
নানা কর্মসূচির মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ৯ টায় উপজেলা ও পৌর শাখার ছাত্রলীগের আয়োজনে স্টেশন রোডে ছাত্রলীগের অফিসের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। পরে বঙ্গন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাসহ কলেজ শাখা,ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু।